প্রকৃতির বার্তাবাহক সম্মাননা পেল বেঙ্গল ডিসকাভার

ব্যাঙ সংরক্ষণে সচেতনতামূলক সংবাদ এবং কন্টেন্ট তৈরি ও প্রকাশ করে প্রকৃতির বার্তাবাহক সম্মাননা পেয়েছে বাংলাদেশ থেকে পরিচালিত কনজারভেশন মিডিয়া বেঙ্গল ডিসকাভার। ব্যাঙ ও প্রকৃতি বিষয়ক প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়াতে জানুয়ারি ২০২৩ থেকে এপ্রিল ২০২৪ পর্যন্ত প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে প্রতি ক্যাটাগরিতে পৃথকভাবে এই সম্মাননা প্রদান করে আন্তর্জাতিক সংগঠন ‘সেভ দ্যা ফ্রগস’ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগ।

সোমবার, ২৭ মে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ১৬তম ‘সেইভ দ্যা ফ্রগস ডে -২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এই সময় আরও দুই সাংবাদিককেও সম্মাননা দেয়া হয়।

প্রিন্ট ক্যাটাগরিতে বেঙ্গল ডিসকাভার, ইলেক্ট্রনিক ক্যাটাগরিতে বাংলা ভিশনের কেফায়েত শাকিল ও অনলাইন গণমাধ্যম ক্যাটাগরিতে মানজুর হোছাঈন মাহি এ সম্মাননা লাভ করেন। বেঙ্গল ডিসকাভারের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আমিনুল ইসলাম মিঠু সম্মাননা গ্রহণ করেন।

বেঙ্গল ডিসকাভারের পক্ষে প্রকৃতির বার্তাবাহক সম্মাননা গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আমিনুল ইসলাম মিঠু

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. হামিদা খাতুন, প্রাণীবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ছগীর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় নেচার কনজারভেশন ক্লাবের আহবায়ক অধ্যাপক ড. নিয়ামুল নাসের।

অনুষ্ঠানে ব্যাঙ সংরক্ষণ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ জামান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শেফালী বেগম।

অনুষ্ঠানটি উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে পোস্টার ও ফটোগ্রাফি প্রতিযোগিতা, ব্যাঙের ডাক নকল করা প্রতিযোগিতা এবং ব্যাঙ চেনা ও কুইজ প্রতিযোগিতা। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। একটি বিশ্ববিদ্যালয় থেকে ২ জনের সর্বোচ্চ তিনটি টিম ব্যাঙ চেনা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। প্রতিটি টিমে অংশগ্রহণ করেছে একজন ছেলে ও একজন মেয়ে।

অনুষ্ঠানে ‘ব্যাঙ নিয়ে চলমান গবেষণা ও ভবিষ্যৎ সম্ভাবনা’ নিয়ে গবেষণা উপস্থাপনা করেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোখলেসুর রহমান এবং ‘এন্টিবায়োটিক রেসিস্ট্যান্স’ নিয়ে গবেষণা উপস্থাপন করেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো: মাহাবুব আলম।