অভিযান চালিয়ে দশটি টিয়া ৬টি ঘুঘু এবং তিনটি বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করেছে বাংলাদেশ বন বিভাগ। মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরখানে গ্রীন ভিউ রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টার থেকে চামড়া ও পাখিগুলো উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, উদ্ধারের পর পাখিগুলো তাৎক্ষণিক উক্ত স্থানে অবমুক্ত করা হয়েছে। আর চামড়াগুলো বনবিভাগের হেফাজতে আনা হয়েছে।
উদ্ধার করা চামড়াগুলো বিদেশি প্রজাতির বিড়ালের চামড়া বলে ধারণা করছে বন বিভাগ। তবে পুরনো হয়ে যাওয়াতে চামড়াগুলো কীসের তা এখনো নির্ধারণ করতে পারেননি বন কর্মকর্তারা।
প্রসঙ্গত, গেল রোববার ঢাকার সিক্স সিজনস নামের একটি হোটেল থেকে অজগর, কালনাগিনী ও কোবরাসহ তিনটি সাপ উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বাংলাদেশের বন্যপ্রাণী সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত কাজ করছে সংস্থাটি।