শব্দ দূষণ করায় সরকারি চালকসহ ১৪জনকে জরিমানা

ঢাকায় অযথা হর্ণ বাজানোদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান। ছবি: সংগৃহীত

বাংলাদেশে রাস্তায় অকারণে হর্ণ বাজিয়ে শব্দ দূষণ করায় সরকারি গাড়ির চালকসহ ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাজধানী ঢাকায় সচিবালয়ের সামনে পরিবেশ অধিদপ্তরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ও সহকারি পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব।

এ সময় ভ্রাম্যমাণ আদালত সাতটি প্রাইভেট কার এবং সাতটি মোটরসাইকেল চালককে তিন হাজার সাতশত টাকা জরিমানা করে। যারমধ্যে চারজন ছিল সরকারি গাড়ির চালক। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট।

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বাংলাদেশের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ধারা ৮(২) এ প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোন প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যাস্ত হলে অনধিক ছয় মাস কারাদণ্ডে বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হতে পারেন।