বাংলাদেশ অংশে সুন্দরবনে অহরহ হচ্ছে হরিণ শিকার। বনবিভাগের হাতে কিছু ধরা পড়লেও অধিকাংশই ঘটনাই অজানা থেকে যাচ্ছে বলে মনে করেন প্রাণী সংরক্ষণকর্মীরা। এরইমধ্যে ৪ জুন, শনিবার সকালে পশুর নদীর চিলা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, হরিণের চাটি পা ও একটি মাথা উদ্ধার করেছে বনবিভাগ।
বাগেরহাট জেলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র টহল ফাঁড়ি ও চিলা মোবইল টহল ফাঁড়ির যৌথ দল অভিযানটি পরিচালনা করে। এ সময় বনরক্ষীরা একটি নৌকা ও দুটি ধারালো আস্ত্র উদ্ধার করেছে। তবে পালিয়ে যেতে সক্ষম হয় তিন চোরাশিকারী।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সকালে পশুর নদীর চিলা এলাকায় একটি নৌকা দেখতে পেয়ে বনরক্ষীরা দ্রুত সেখানে পৌছায়। তবে চোরাশিকারীরা নৌকা ফেলে লোকালয়ে পালিয়ে যায়।
তবে এ ঘটনায় বাগেরহাটের মোংলা উপজেলার চিলা এলাকার পালিয়ে যাওয়া তিন চোরাশিকারীর নামে মামলা করেছে সুন্দরবন বিভাগ। তাদের নাম- মিলন শেখ, শাহ আলম ও উত্তম বিশ্বাস।