আগামীকাল ২৬ ডিসেম্বর বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখাবে। সবশেষ ১৭২ বছর আগে এমন সূর্যগ্রহণ দেখেছিল বিশ্ববাসী।
বুধবার আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশেও আংশিক দেখা যাবে সূর্যগ্রহণ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সূর্যগ্রহণটি শুরু হয়ে দুপুর ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে।
আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণে ক্যাম্পের আয়োজন করেছে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল আটটা থেকেই জাদুঘরের ছাদে দুইটি করোনাডো সোলার টেলিস্কোপ দিয়ে সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা থাকবে। পাশাপাশি সূর্যগ্রহণ বিষয়ে বিশেষজ্ঞদের আলোচনাও থাকবে।
চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে। তখন পৃথিবীর নির্দিষ্ট কিছু স্থানের মানুষের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণ কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়।
নিচের ভিডিওতে সরাসরি দেখা যাবে সূর্যগ্রহণ
২৬ ডিসেম্বর ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকার দেশগুলো থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ। তবে এবারের গ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে সংযুক্ত আরব আমিরাত থেকে। ২০১৯ সালের শেষ সূর্যগ্রহণ হবে এটি।
পৃথিবীতে বছরে অন্তত দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা যায়। এ বছরের ৬ জানুয়ারি ও ২ জুলাই আরও দুটি সূর্যগ্রহণ হয়েছিল। তবে সেগুলো উপমহাদেশীয় অঞ্চলের মানুষের দৃষ্টিগোচর হয়নি।