
শিক্ষার্থীদের অংশগ্রহণে গড়ে উঠছে নান্দনিক বিদ্যালয় বাগান। ১১ সেপ্টেম্বর, বুধবার বাংলাদেশের ঢাকায় অবস্থিত মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তেমনই একটি উদ্যোগে সহায়তা করে পরিবেশবাদী সংগঠন গ্রিন সেভার্স ও পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেইলর।
গ্রিন সেভার্সের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের সবুজমনস্ক করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সেইসঙ্গে পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে প্রকৃতি সংরক্ষণে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও অংশিদারিত্ত বাড়ানো এবং প্রতিনিধিত্ব তৈরি করতে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।
সংগঠনটি জানায়, এ কার্যক্রমে সেইলর প্রতিষ্ঠানটির অব্যবহৃত ড্রাম উপহার হিসেবে প্রদান করে আসছে। শুরুতে ড্রামে ক্যানভাস বানিয়ে প্রকৃতির আলপনা অঙ্কন করে শিক্ষার্থীরা। পরবর্তীতে এসব ড্রামে গাছ রোপণ করে বিদ্যালয়ের ছাদ ও প্রাঙ্গণে নান্দনিক বাগান তৈরি করে।

“প্রতিটি ড্রামে শিক্ষার্থীদের নাম, শ্রেণী এবং ক্রমিক নম্বর লেখা থাকে। এতে গাছটির প্রতি রোপণকারীর অংশিদারিত্ত তৈরি হওয়ার পাশাপাশি যত্ন ও পরিচর্যায়ও উৎসাহী হয়ে উঠে। এ আয়োজনে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিচর্যা সম্পর্কিত বিভিন্ন পদ্ধতি ও নিয়মকানুন জানানো হয়” জানায় গ্রিন-সেভার্স।
বিদ্যালয়ে গড়ে তোলা বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্বও সেইলর ও গ্রিন সেভার্স পালন করবে। পরবর্তীতে চারা পরিবর্তনসহ গাছের রোগবালাই দমনে প্রতি মাসে বিনামূল্যে বাগানসেবাও প্রদান করবে সংস্থাটি।
প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগের আওতায় ঢাকার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২৩৯০টি গাছের চারা রোপণ করে গ্রিন-সেভার্স।