‘মুরগির ডিমে সাপ’ গুজবে সেই কাণ্ড!

আলোচিত ডিমটির ভেতরের অংশ। ছবি: সংগৃহীত

বাজার থেকে কেনা ডিম ‘মুরগির’ নয় ‘সাপের ডিম’; এমন ঘটনায় রীতিমতো তোলপাড় বাংলাদেশের টাঙ্গাইল জেলার দক্ষিণ নাগরপুর গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা তুলা মিয়ার বাড়িতে তিন-চারদিন আগে বাজার থেকে কিনে আনা হয় লেয়ার মুরগির ডিম। কিন্তু গেলো ৪ আগস্ট, রোবাবর সন্ধ্যায় একটি ডিম ভাজার সময় ডিমের সাদা অংশে জমাট দেখে সন্দেহ জাগে গৃহিণীর।

ওই বাড়ির গৃহিণীর ধারণা, ডিমটির ভেতরের সাদা অংশে রয়েছে ‘সাপের বাচ্চা’। মুহুর্তেই জানাজানি হওয়ার পর গ্রামজুড়ে শুরু হয় হইচই অবস্থা। কেউ কেউ ছবি তুলে বিভিন্ন জায়গায় পাঠানোসহ রীতিমত শুরু হয় গবেষণাও।

ছবি: সংগৃহীত

‘ডিমে সাপের বাচ্চা’- এ খবরে ছুটে যান স্থানীয় সাংবাদিকেরাও। এরপর সত্যতা যাচাইয়ে যোগাযোগ করা হয় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরেও। অবশেষে জানা গেল, এটি নিছক ধারণা।

প্রাণীসম্পদ দপ্তরের চিকিৎসক ডা. এ টি এম ফয়েজুর রাজ্জাক আকন্দ বলেন, ডিম একটি আমিষ ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য। তাই এগুলো অধিক তাপ বা সরাসরি সূর্যের আলোতে থাকলে জমাট বাঁধতে ধাকে, ডিমটির ক্ষেত্রেও তাই ঘটেছে।

“বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই। আর সাপের ডিম ও লেয়ার মুরগির ডিম দেখতে এবং আকৃতিতে এক নয়,” উল্লেখ করেন তিনি।