জলবায়ু পরিবর্তনের প্রভাবে কমবে বরেন্দ্র অঞ্চলে মাছ উৎপাদন!

ফাইল ছবি

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বরেন্দ্র এলাকার মৎস্য খাতে উৎপাদন আগামীতে উল্লেখযোগ্য কমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। রোববার রাজশাহী শহরের নানকিং দরবার হলে মৎস্য অধিদপ্তরাধীন ‘রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আশরাফ আলী বলেন, দেশের মোট জিডিপির ৩ দশমিক ৫০ শতাংশ এবং কৃষিজ জিডিপি’র এক-চতুর্থাংশের বেশি (২৫ দশমিক ৭১ শতাংশ) মৎস্যখাতের অবদান। ২০১৭-১৮ সালে মাছের উৎপাদন ৪২ দশমিক ৭৭ লক্ষ মেট্রিক টনে উন্নীত হয়েছে। যা ২০০৮-০৯ সালের মোট উৎপাদন ২৭ দশমিক ১ লাখ মেট্রিকটনের চেয়ে ৫৮ দশমিক ৩৫ শতাংশ বেশি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে বরেন্দ্র এলাকার জেলে, মাছ চাষি তথা মৎস্যসম্পদের কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়নে প্রকল্প গ্রহণ করেছে। সরকার নিজস্ব অর্থায়নে ৪৭ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে হবে রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পটি।

“এর মাধ্যমে রাজশাহী বিভাগের ৮টি জেলার ৬৫টি উপজেলায় ১ হাজার ৮৬০টি প্রদর্শনী খামার স্থাপন, ১৬০টি বিল নার্সারী খনন ও স্থাপন, ৫০টি মৎস্য অভয়াশ্রম স্থাপন ও ১৫০টি পুন:সংষ্কার এবং এক লাখ মৎস্য খামার রেজিস্ট্রেশন এবং জেলেদের বিকল্প আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়িত করা হবে,” উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের মহাপরচিালক কাজী শামস আফরোজের সভাপতিত্ব করেন। আরো বক্তব্য রাখেন রাজশাহী জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) পারভেজ রায়হান, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক হাসান ফেরদৌস সরকার এবং রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক কামরুল হাসান।