
বাংলাদেশের চট্টগ্রামের রাংগুনিয়ায় খাবার সংগ্রহে লোকালয়ে এসে ধরা পড়ে একটি ‘মেছো বাঘ’। গত মঙ্গলবার রাতে উপজেলার পোমরা হাজীপাড়া গ্রামে পেতে রাখা ফাঁদে এটি ধরা পড়ে।
জানা যায়, বেশ কিছুদিন ধরে পোমরা হাজীপাড়ার উত্তর বাড়ীর আবদুল্লাহ আল মঞ্জুর বাড়িতে মুরগী খেয়ে যাচ্ছিল কোন প্রাণী। কিন্তু কীভাবে এই কাণ্ড ঘটছে কিছুতেই তারা বুঝতে পারছিলেন না।
আবদুল্লাহ আল মঞ্জু জানান, মঙ্গলবার বাড়ির লোকজন ফন্দি করে রাতে খাঁচায় একটি মুরগী কৌশলে বেঁধে খাঁচার দরজা খোলা রাখেন। গভীর রাতে একটি প্রাণী ওই খাঁচায় প্রবেশ করলে কৌশলে খাঁচার দরজা আটকে দেন তিনি। পরে দেখা যায় এটি একটি ‘মেছো বাঘ’।
গতকাল বুধবার সকালে ঘটনাটি জানাজানি হলে উৎসুক জনতার ভীড় করেন প্রাণীটি দেখতে। বর্তমানে প্রাণীটি আবদুল্লাহ আল মঞ্জুর বাড়িতে খাঁচায় বন্দি আছে। তবে এটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করতে চান বলে জানান তিনি।