বাংলাদেশের চট্টগ্রামে কুরবানীর পশুরহাটে উঠেছিল বন্য গরু প্রজাতি গয়ালটি। পরে প্রশাসন উদ্ধার করে পাঠিয়ে দেয় চিড়িয়াখানায়। এরপর এটিকে সঙ্গ দিতে কেনা হয় স্ত্রী গয়াল।
২৯ জুলাই সোমবার চিড়িয়াখানার একটি শাবক জন্ম দিয়েছে সেই স্ত্রী গয়ালটি।সদ্য জন্ম নেয়া শাবকটি সুস্থ আছ বলে জানান চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ।
“তবে এটির লিঙ্গ এখনো জানা যায়নি,” উল্লেখ করেন ডেপুটি কিউরেটর।
জানা গেছে, ২০১৬ সালে পুরুষ গয়ালটি চট্টগ্রামের পটিয়া উপজেলার কোরবানির পশুরহাট থেকে উদ্ধার হয়। আর ২০১৮ সালে রাঙ্গুনিয়া থেকে ১ লাখ ২০ হাজার টাকায় কেনা হয় স্ত্রী গয়ালটি।
প্রসঙ্গত, বন্য গরুর একটি প্রজাতি গয়াল। পার্বত্য চট্টগ্রামের পাবলাখালী, সাজেক ভ্যালি ও মিয়ানমারের সীমান্তসংলগ্ন পাহাড়ি বনে গয়ালের বিচরণ রয়েছে।
ভারতে এরা মিথুন নামে পরিচিত, তবে চট্টগ্রামে চিটাগাং বাইসন নামেও পরিচিত। বাংলাদেশের ১৯৭৪ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ) (সংশোধিত) আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।
ডেপুটি কিউরেটর জানান, এক সময় পাহাড়ি অঞ্চলে গয়ালের বিচরণ ছিল বেশি। কিন্তু শিকারসহ নানান কারণে প্রাণীটি বিলুপ্তির পথে।
“তবে বাংলাদেশের কিছু এলাকায় ব্যক্তি মালিকানায় ইদানিং গয়ালের খামার হচ্ছে,” জানান শাহাদাত হোসনে শুভ।
ভূটান, মিয়ানমার, মালয়েশিয়া এবং চীনেও দেখা যায় গয়াল। চীনের ইউনান প্রদেশের দুলং ও নিজিয়াঙ নদীর উপত্যকা এবং সংলগ্ন পাহাড়ি এলাকায় দেখা যায় বন্য গরুটি। সেখানে এটি দুলং গরু নামে পরিচিত।