বাংলাদেশের কক্সবাজার জেলার হিমছড়ি সাগর সৈকতে ২৪ ঘন্টার ব্যবধানে আরো একটি মৃত তিমি ভেসে এসেছে। ১০ এপ্রিল, শনিবার সকালে সাগর তীরে ভাসমান অবস্থায় দেখে বন বিভাগে খবর দেন জেলেরা।
কক্সবাজার দক্ষিণ বিভাগের বন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ধারণা করা হচ্ছে রাতে জোয়ারের সঙ্গে ভেসে এসে বালিয়াড়িতে আটকা পড়েছে তিমিটি। তিমিটির দৈর্ঘ্য ৪২ ফুট ও প্রস্থ ১৪ ফুট।
এর আগে গতকাল ৯ এপ্রিল হিমছড়ি সৈকতে ভেসে এসেছিল একটি মৃত তিমি। সেটির দৈর্ঘ্য ছিল ৪৪ ফুট ও প্রস্থ ২৬ ফুট।
কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান জানান, এই প্রজাতির তিমি বঙ্গোপসাগরে বিচরণ করে। বিশেষ করে সুন্দরবনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেখা যায়।
সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণকারী গবেষণা প্রতিষ্ঠান ওয়াইল্ডলাইফ কনজার্ভেশন সোসাইটি তথ্যমতে, ২০০৮ সালের ফেব্রুয়ারি, ২০১৪ সালের মার্চে, ২০২০ সালের জানুয়ারি ও জনে, ৯ এপ্রিল ২০২১ ও আজ ১০ এপ্রিলসহ মোট ৬টি মৃত তিমি রেকর্ড করা হয়েছে।
সংস্থাটির কর্মকর্তা সামিউল মোহসীন বলেন, হিমছড়ি সৈকতে ভেসে আসা মৃত তিমি ব্রাইডস হোয়েল প্রজাতির। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণে আইনে তিমি সংরক্ষিত প্রাণী।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, ১৯৯১ উখিয়ার ইনানী সৈকতে ১৯৯৬ ও ২০০৮ সালে হিমছড়ি সৈকতে মৃত তিমি ভেসে এসেছিল।