বঙ্গোপসাগরে লঘুচাপ: প্রভাব দুই বাংলায়

ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন এবং পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর ও বাংলাদেশ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র।

প্রাপ্ত খবরে জানা যায়, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের কলকাতাসহ ও বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ কোন কোন অঞ্চলে আকাশ মেঘলা এবং কোন কোন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

ঢাকা আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ু প্রবল থাকায় উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এতে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তিনটি বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রেখেছে ঢাকা আবহাওয়া অফিস। সাগরে চলাচল করা নৌযানগুলোকে সাবধানে চলাচল করতেও বলা হয়েছে।

আলিপুর আবহাওয়া অফিস জানায়, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে। লঘুচাপের প্রভাবে মূলত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং বর্ধমানের কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।তবে অন্যান্য দিকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকতে পারে। তাই মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।