
মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল বঙ্গোপসার। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আজ শুক্রবার এ সতর্কতা জারি করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের তথ্যমতে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ কারণে দেশের তিনটি সমুদ্রবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।
গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌযানগুলোকে তীরের কাছাকাছি নিরাপদ জায়গায় ফিরে আসতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব পড়েছে ঢাকা ও চট্টগ্রামে। বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে অনেক এলাকায়।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোন কোন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।