চিড়িয়াখানায় গণ্ডারের প্রতি একি কাণ্ড!

কতিপয় দর্শণার্থী এই গণ্ডারটির পিঠে লিখে দেয় নিজেদের নাম। ছবি: সংগৃহীত

চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে গণ্ডারের পিঠে কতিপয় দর্শণার্থী নিজেদের ভালোবাসার মানুষের নাম লিখে দেয়ার ঘটনায় চলছে সমালোচনা। ২১ আগস্ট, বুধবার এক প্রতিবেদনে ফ্রান্সের দ্য জু দঁ লা পালমের-র কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, চিড়িয়াখানাটির ৩৫ বছরের একটি মহিলা গণ্ডারের পিঠে কোন দর্শণার্থী নখ দিয়ে ক্যামিলি ও জুলিয়েন নাম লিখে দিয়েছেন। “এমন বোকা বোকা দর্শকের প্রতি অশ্রদ্ধাই জানাই,” উল্লেখ করে কর্তৃপক্ষ।

প্রাণীর প্রতি এমন আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে অনেকেই কড়া সমালোচনা করেন।

ঘটনাটি নজরে আসার সঙ্গেই জু দঁ লা পালমের-র কর্তৃপক্ষ গণ্ডারের পিঠে লেখাটি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে বলে জানায় প্রতিবেদনে। এতে প্রাণীটির স্বাস্থ্যগত কোন সমস্যা পরিলক্ষিত হয়নি বলেও জানায় কর্তৃপক্ষ।

তবে এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সচেতনতাও বাড়ানোর উদ্যোগ নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

এশিয়ার চিড়িয়াখানাগুলোতে প্রাণীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে থাকেন কতিপয় দর্শণার্থী। তবে ইউরোপের মতো দেশে এমন ঘটনা হতবাক করেছে প্রাণিপ্রেমীদের।