হ্রদে ধরা পড়লো দু-মুখো মাছ (ভিডিও)

হ্রদে ধরা পড়া দু'মুখো মাছ। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের চ্যাম্পলেন হ্রদে ধরা পড়ে একটি দু’মুখো মাছ। যা নিয়ে কয়েকদিন ধরে চলছে তুমুল আলোচনা। নিউইয়র্কভিত্তিক এনবিসি-ফাইভ চ্যানেল এটি নিয়ে সংবাদও প্রচার করে।

ভিডিও প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ডেবি গেডেস ও তার স্বামী লেকে মাছ ধরার সময় অদ্ভুত চেহারার মাছটি ধরেন।

“দুই মুখের মাছটি দেখে আমরা রীতিমতো অবাক হয়েছি। মাছটি বেশ স্বাস্থ্যবান ছিল, দেখতে ছিল অবাক করা,” বলেন ডেবি গেডেস। তিনি জানান, কয়েকটি ছবি তুলে ফের হ্রদে মাছটিকে ছেড়ে দেন তারা।

সোমবার দু’মুখো মাছের একটি ছবি ফেসবুকে পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়। অনেকেই মাছটি ছবির শেয়ার করেন, এটি নিয়ে মন্তব্যও সংগ্রহ করা হচ্ছে। কমেন্টে জীববিজ্ঞানী বলেন, ভ্রূণগতভাবে সমস্যা কারণে এমন মাছের সৃষ্টি।