মহিষের জীবন বাঁচাতে আহত ট্রাক চালক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পারাপার হওয়া মহিষের পাল। ফাইল ছবি: বেঙ্গল ডিসকাভার

চলন্ত গাড়ির সামনে ছুটে আসা মহিষকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়েছেন ট্রাক চালক। গেলো মঙ্গলবার সন্ধ্যার দিকে বাংলাদেশের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এতে মহাসড়কটির পটিয়া বাইপাস এলাকায় দু’টি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। মূলত মহিষের জীবন রক্ষায় হঠাৎ ব্রেক করা ট্রাকটির চালক আবদুল্লাহ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, মহাসড়কটির পাশে বিভিন্ন জলাশয়ে বিচরণ করে একাধিক পালিত মহিষের পাল। সেখান থেকেই ওই সময় একটি মহিষ সড়কে উঠে এসেছিল। তবে মহিষটি কোন ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় চালকের জীবন বিপন্ন হতে পারতো বলে উল্লেখ করেন প্রত্যক্ষদর্শীরা। কিন্তু এরপরও একটি প্রাণীকে রক্ষায় চালক আব্দুল্লাহ পদক্ষেপকে প্রশংসা করেন অনেকেই।

পটিয়া ট্রাফিকের সার্জেন্ট ওসমান গণি জানান, গাড়ি দু’টি আটক করা হয়েছে। গুরুতর আহত চালককে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকার সামশুল আলমের পুত্র।