‘প্রাণীদের ভাষাও বুঝতে পারেন প্রধানমন্ত্রী’

কাল্পনিক ছবি গল্প: রাকিবুল হক এমিল, প্রাণী কল্যাণ সংগঠক।

বর্তমান করোনা পরিস্থিতে মানুষের ওপর নির্ভরশীল প্রাণী পথ কুকুর, বিড়াল ও বানরগুলো খাবার সংকটে । এ অবস্থায় বিভিন্ন প্রাণিপ্রেমী মানুষ ও সংগঠন প্রাণীগুলোকে বাঁচাতে খাবার দিচ্ছে। প্রাণিপ্রেমীরা মনে করেন, মানুষের পাশাপাশি প্রাণীদেরও প্রতিও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট সহানুভূতিশীল।

চলমান সংকটে প্রাণী সংরক্ষণে প্রধানমন্ত্রীর মানবিক পদক্ষেপগুলো কী হতে পারে, তা কাল্পনিক একটি গল্প উপস্থাপন করেছেন প্রাণী সংরক্ষণ সংগঠন ‘প’ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হক এমিল। নিম্নে তা তুলে ধরা হল…

“মাননীয় প্রধানমন্ত্রী সমীপেষু,
সালাম রইলো। আমি আপনার ব্যক্তিগত জীবনে প্রাণিপ্রেমের বেশ কিছু গল্প শুনেছি। বিড়াল ছানা কোলে নিয়ে হাসি মাখা ছবি দেখেছি আপনার। যেটি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি নিজে একজন প্রাণিপ্রেমি হিসেবে ভিন্ন এক প্রধানমন্ত্রীর খোঁজ পেয়েছি। যার হৃদয়ে সবার জন্য মায়া রয়েছে। সেই মায়া মানুষ ছাড়িয়েও সব প্রাণের প্রতি ছড়িয়ে পড়ে সুযোগ মিললেই!

আমি যে প্রধানমন্ত্রীকে চিনেছি, তাঁকেই তুলে ধরতে চেয়েছি এই কাল্পনিক মায়াবী গল্প কার্টুনে। আমি জানি, শত্রুপক্ষের নেতিবাচক বহু সমালোচনা উপেক্ষা করেও আপনি সঠিক সিদ্ধান্তে অটল থাকতে জানেন। কল্পনায় দেখেছি সেই অবিচল কিন্তু শিশু হৃদয় প্রধানমন্ত্রীকে অসহায়,নিরীহ ছোট ছোট প্রাণিদের পাশে দাঁড়াতে। সেই কল্পনার মায়াবী গল্পটিই এঁকেছি এখানে। হাজারো ব্যস্ততায় আপনার সুযোগ হলে হয়তো এই কাল্পনিক গল্পকে বাস্তবে পাবো আমরা।

নিতান্তই সাধারণ একজন নাগরিক আমি। কোন ক্ষমতা বা শক্তি নেই আত্মবিশ্বাস ছাড়া। পুরো গল্পে আপনার যথার্থ সম্মান ধরে রাখবার চেষ্টা করেছি। এরপরেও কোন ভুল হলে মার্জনা করবেন!

শ্রদ্ধা ও ভালবাসা রইলো
আপনার দীর্ঘায়ু কামনা করি।”

লেখক: স্থপতি রাকিবুল হক এমিল
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
‘প’ ফাউন্ডেশন (পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ার)