চার বাঘ মিলে হত্যা করলো প্রশিক্ষককে!

প্রশিক্ষণ দেয়ার সময় চারটি বাঘ আহত করে হত্যা করেছে প্রশিক্ষককে। গেলো বৃহস্পতিবার দক্ষিণ ইতালীতে এ ঘটনা ঘটে। ৬ জুলাই, শনিবার এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সংবাদমাধ্যমটি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ইতোরে উইবের নামক ওই প্রশিক্ষককে একটি বাঘ শুরুতে আক্রমণ করে। পরে অন্যগুলোও যোগ দেয়। উদ্ধারকারীরা না যাওয়া পর্যন্ত ওই প্রশিক্ষকের দেহ নিয়ে রীতিমত খেলা করছিল বাঘেরা। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরে গুরুতর আহত হয়ে মারা যান প্রশিক্ষক ইতোরে।

নিহত ইতোরে উইবের ওরফি নামক একটি সার্কাস দলে কর্মরত ছিলেন। তিনি ইতালির সেরা সার্কাস প্রশিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার দিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এনিমেল পার্ক নামক একটি শো-এর জন্য বাঘেদের প্রশিক্ষণ দিচ্ছিলেন ইতোরে। মূলত ওই অনুষ্ঠানটি বিশ্ব ভ্রমণ এবং বিভিন্ন প্রাণীকে পরিচিত করানোর উদ্দেশ্যেই করা হতো।

সংবাদমাধ্যম জানায়, বাঘগুলোকে সার্কাস থেকে সরিয়ে সাফারি পার্কে স্থানান্তর হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশও। ইউরোপের ২0টি দেশে সার্কাসে বন্যপ্রাণীদের ব্যবহার করে সার্কাস দেখানো নিষিদ্ধ। আর আংশিকভাবে নিষিদ্ধ করেছে প্রায় ৪০টি দেশ।