সাফারি পার্কের বাঘ বেরিয়ে লঙ্কা কাণ্ড!

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের একটি বেঙ্গল টাইগার- ফাইল ছবি।

বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বাঘের বেষ্টনী থেকে দেয়াল টপকে বের হয়ে যায় একটি বেঙ্গল টাইগার। ১৪ মার্চ, রোববার সকাল ৮টার দিকে পার্কের কোর সাফারি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বাঘের আক্রমণে আহত হন একজন কর্মী।

তবে দেয়াল টপকে বাঘের বেরিয়ে যাওয়ার ঘটনা নিশ্চিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান। তিনি বলেন, দেয়াল টপকে বেরিয়ে যাওয়ার পর পার্কটির হাসপাতালের পেছনে মজনুর মুখোমুখি হলে বাঘটি মজনুকে থাবা দেয়। তবে মজনু কৌশলে পালিয়ে যাওয়ায় বড় ক্ষতি থেকে বেঁচে যায় মজনু। পরে বাঘটি ১ নম্বর ম্যাকানিক্যাল গেট হয়ে বড় বেষ্টনীতে ঢুকে পড়ে।

বাঘের আক্রমণে আহত মজনু শঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছেন সাফারি পার্কের (গাজীপুর) প্রকল্প পরিচালক জাহিদুল কবির। তিনি জানান, আহত মজনু পার্কের আউটসোর্সিং কর্মী ছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। পার্কের বেষ্টনী আরো সুরক্ষিত করার পরিকল্পনা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাঘের আক্রমণে আহত সাফারি পার্ক কর্মী মজনু্‌।

সাফারি পার্কের একজন কর্মী জানান, পার্কের মূল বেষ্টনীর পাশাপাশি বিশেষ সময়ে কিছু বাঘকে আলাদা রাখার জন্য একটি ছোট বেষ্টনী রয়েছে। সেই বেষ্টনীর দেয়াল কিছুটা নিচু ছিল। সেই দেয়াল টপকে লেজ কাটা একটি বাঘ হরিণের বেষ্টনীতে ঢুকে পড়ে। বিষয়টি টের পেয়ে বাঘটিকে বেষ্টনীতে ফেরানোর তৎপরতা শুরু করে পার্ক কর্তৃপক্ষ। কিন্তু বাঘটি হরিণের বেষ্টনী পেরিয়ে পার্কের বন্যপ্রাণী হাসপাতাল এলাকায় ঢুকে পড়ে।

তিনি জানান, কম্পাউন্ডার সুমন কুমার বাড়ৈ এবং কোয়ারেন্টাইন সেন্টারের দায়িত্বে থাকা মজনু বাঘটিতে অজ্ঞান করতে গেলে বাঘটি মজনুর ওপর হামলে পড়ে। এতে বাঘের থাবায় হাত ও ঘাড়ে আঘাতপ্রাপ্ত হন মজনু। তবে তাৎক্ষণিক সুমন কুমার বাড়ৈ বাঘটির মাথায় আঘাত করলে মজনুকে ছেড়ে দেয় বাঘ। পরে পার্কের বন্যপ্রাণী চিকিৎসক ডা. হাতেম সাজ্জাদ জুলকারনাইন বাঘটিকে দ্রুত অজ্ঞান করতে সক্ষম হন।