বিশ্ব ঐতিহ্য তালিকাতে ‘অনিশ্চিত’ সুন্দরবনের ভবিষ্যৎ!

সুন্দরবন, বাংলাদেশ

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় রয়েছে সুন্দরবন। ২০১৯ সালের মনোনীত সংকটাপন্ন স্থানের যে তালিকা প্রকাশ করা হয়েছে; সেটির প্রথমেই আছে বাংলাদেশের সুন্দরবন। ফলে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় বিশ্বের বৃহৎতম ম্যানগ্রোভ বনটি।

তালিকা প্রণয়নে চলতি সপ্তাহে আজারবাইজানের রাজধানী বাকুতে একটি কমিটি ১১ দিনের আলোচনা কার্যক্রম শুরু করেছে। যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। এ সময় বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা বিপদাপন্ন স্থানগুলোর সংরক্ষণের তথ্য-চিত্র বিশ্লেষণ করা হবে। আর এতে সুন্দরবনকে বন্যপ্রাণীদের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

সুন্দরবনের কাছে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া, বন উজাড়সহ পরিবেশবিরোধী কাজের সমীকরণ মতে, বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে সুন্দরবনকে বাদ দিতে পারে ইউনেস্কো। তবে সুন্দরবনের সুরক্ষায় বাংলাদেশ সরকারের কার্যকরি উদ্যোগ ও উন্নতির প্রমাণ পেলে ইউনেস্কো বিপদাপন্ন তালিকা থেকে ম্যানগ্রোভ বনটির নাম প্রত্যাহার করতে পারে। তখন গঠিত কমিটির ভোটে বিশ্ব ঐতিহ্য তালিকায় ভালো অবস্থানে ফিরবে সুন্দরবন।

তবে নতুন মনোনয়ন তালিকাকে চূড়ান্ত বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দেয়া দীর্ঘ প্রক্রিয়ার অংশ। বিশেষজ্ঞরা সেসব জায়গায় পরিদর্শনেরর পর নিজেদের মূল্যায়ন দেবেন। দর্শনীয় এসব স্থান সংরক্ষণের জন্য কী পদক্ষেপ রয়েছে তা নিরীক্ষা করে দেখবেন তারা। এরপর ইউনেস্কো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালে তাদের টুইটার অ্যাকাউন্টে নতুন তালিকা প্রকাশ করা হবে।

ইউনেস্কোর মহাপরিচালক আইরিনা বোকোভা জানান, ১৯৭৮ সাল থেকে বিশ্ব ঐতিহ্যের তালিকা তৈরি শুরু করেছে ইউনেস্কো। শুরুর দিকে এতে স্থান পায় যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, ভারতের তাজমহল, জর্ডানের পেত্রা ও ইকুয়েডরের গালাপাগোস দ্বীপের মতো গন্তব্য। এখন পর্যন্ত ১৬৭টি দেশের ১ হাজার ৯২টি স্থান নাম লিখিয়েছে বিশ্ব ঐতিহ্য তালিকায়।

গত বছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রবাল প্রাচীর বেলিজ ব্যারিয়ার রিফ রিজার্ভ সিস্টেমকে বিপদাপন্ন তালিকা থেকে প্রত্যাহার করা হয়। মধ্য আমেরিকার দেশ বেলিজের সরকার প্রবাল প্রাচীর সংরক্ষণে বেসরকারি দলের সঙ্গে কাজ করেছে। চলতি বছর ফিলিস্তিনের বেথলেহেমে যীশুর জন্মস্থান ও তীর্থভূমির গির্জা আর চিলির হাম্বারস্টোন অ্যান্ড সান্তা লরা সল্টপিটার ওয়ার্কস বিশ্ব ঐতিহ্য হিসেবে বিপদাপন্ন তালিকা থেকে প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়।

সুন্দরবনসহ ২০১৯ সালে বিপদাপন্ন হিসেবে চিহ্নিত করা অন্য জায়গাগুলো হলো- বুলগেরিয়ার প্রাচীন শহর নেসেবার, নর্থ মেসেডোনিয়া/আলবেনিয়ার অকরিড অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, মেক্সিকোর ক্যালিফোর্নিয়া উপসাগরবর্তী দ্বীপ ও সংরক্ষিত এলাকা, নেপালের কাঠমান্ডু ভ্যালি ও ইরাকের ব্যাবিলন।