হঠাৎই বরিশালে দেখা মিলছে কালোমুখ হনুমান

বাংলাদেশের বরিশালে দেখা যাওয়া কালোমুখ হনুমান। ছবি: সংগৃহীত

হঠাৎ করেই বরিশাল জেলার মুলাদী থানার জালালপুর গ্রামে দেখা মিলছে পাতা বানর, যাদের পরিচিত নাম মুখপোড়া হনুমান। স্তন্যপায়ী প্রাণীটি বাংলাদেশে এখন বিপন্ন-প্রায়। সম্প্রতি ওই গ্রামের বাসিন্দারা হনুমান সংরক্ষণে বনবিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন।

জানা গেছে, মুখপোড়া হনুমান দেখা যাবার বিষয়টি জানিয়ে প্রাণীটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে বনবিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন জালালপুর গ্রামের মানুষ। বিষয়টি দৃষ্টিগোচর হয় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির উদ্দিন আকনের। এরপর হনুমানগুলো সংরক্ষণে পদক্ষেপ নিতে স্থানীয় কর্মকর্তাদের অবগত করেন তিনি।

”মুখপোড়া হনুমানের বিষয়ে জানার পরই আমরা বরিশাল বিভাগের রেঞ্জ অফিসার, ইউএনও, ইউপি চেয়ারম্যান সঙ্গে কথা বলেছি। দ্রুত হনুমান সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা,” উল্লেখ করেন জহিন উদ্দিন আকন।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী বিপন্ন মুখপোড়া হনুমান। প্রকৃতি ও প্রাণী সংরক্ষণের আন্তর্জাতিক সংস্থা- আইইউসিএনের বিলুপ্তপ্রায় প্রাণীরা তালিকায় রয়েছে এই হনুমানটি। Cercopithecidae পরিবারের অর্ন্তভুক্ত প্রাণীটির বৈজ্ঞানিক নাম Trachypithecus pileatus ইংরেজি নাম Capped langur। ভারত, নেপাল, ভূটান, চীন এবং মিয়ানমারে রয়েছে হনুমানটি বিচরণ।

বাংলাদেশের যশোর জেলার কেশবপুরে, মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান, হবিগঞ্জের রেমাকালেঙ্গা, সাতছড়ি জাতীয় উদ্যান, মধুপুরের শালবন ও রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানেও দেখা যায় কালোমুখ হনুমান।

জীবনের বেশিরভাগ সময় গাছেই কাটিয়ে দেয় বলে বৃক্ষচারী নামেও পরিচিত কালোমুখ হনুমান। গাছ থেকে গাছে লাফিয়ে চলাচল করে প্রাণীটি। তবে দিন দিন বনাঞ্চল কমে যাওয়া এবং বনের ভেতরে যাওয়া বৈদ্যুতিক সংযোগের কারণে জীবন সংকটে প্রাণীটি।