
পরিবেশ সংরক্ষণ ও বনায়নে তরুণদের সম্পৃক্ত হতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ হাসান রাসেল। মঙ্গলবার রাজধানীর জনতা টাওয়ারের সম্মেলন কক্ষে আয়োজিত বৃক্ষরোপন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, তরুণরাই শক্তি। আগামী দিনের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাদেরকে পরিবেশ সংরক্ষণের জন্য সরকারের নেয়া কর্মসূচিতে অংশ নিতে হবে। সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশের বনভূমির পরিমাণ বেড়ে ১৭ শতাংশে উন্নীত হয়েছে।
তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও বাংলাদেশকে এর বিরূপ প্রভাব মোকাবেলা করতে হচ্ছে। এজন্য মূলত উন্নত দেশগুলো দায়ী।” পরিবেশ রক্ষার এখনই সময় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে প্রায় ১ লাখ ৯৬ হাজার হেক্টর চরাঞ্চলে বনায়ন করে উপকূলীয় বন সৃজন করা হয়েছে।
সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও বৃক্ষ রোপন কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এয়ার এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা, ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজউদ্দিন আহমদ প্রমুখ।