
শেষ হয়েছে বছরের শেষ সূর্যগ্রহণ। বৃহষ্পতিবার বাংলাদেশে সকাল ৯টা ১ মিনিটে শুরু হয়ে আংশিক সূর্যগ্রহণ চলে দুপুর ১২টা ৬ মিনিট পর্যন্ত। এরমধ্যে কেন্দ্রীয় গ্রহণটি শুরু হয় সাড়ে ১০টায়।
সূর্যগ্রহণ দেখতে রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে পর্যবেক্ষণ ক্যাম্পে ভিড় করেন সাধারণ মানুষ। মহাজাগতিক এই গ্রহণ দেখে কৌতুহলী করেছে শিশু-কিশোরদের।
বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ছাদে সূর্যগ্রহণ দেখাতে বসানো হয়েছিল টেলিস্কোপ ও সেলার ফিল্টার। পাশাপাশি ছিল আলোচনাসহ নানা আয়োজন।

সকাল ৯টা ১ মিনিটে একটু একটু করে চাঁদ সূর্যের সামনে আসতে থাকে। এরপর সকাল সাড়ে সাড়ে ১০টায় শুরু হয় কেন্দ্রীয় গ্রহণ। প্রায় তিন ঘন্টায় সূর্যকে নিজ বলয়ে ঢেকে দেয় চাঁদ।
সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, শিশুদেরকে বিজ্ঞানমনস্ক করতে সূর্যগ্রহণ দেখানোর মত উদ্যোগ নেয়া দরকার। এজন্য তাদের এমন শিক্ষণীয় অনুষ্ঠানে আনতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

সূর্যগ্রহণ নিয়ে আছে নানা কুসংষ্কার। এগুলোর বিজ্ঞান সম্মত কোন ভিত্তি নেই বলে জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব এস এম শফিউল আলম তালুকদার।
সবশেষ ১৭২ বছর আগে এমন সূর্যগ্রহণ দেখেছিল বিশ্ববাসী। যা আবারো দেখতে একই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান বিজ্ঞানীরা।