চিকিৎসা পেতে অসুস্থ পথো কুকুরের আকুতি!

অসুস্থ পথো কুকুরটি চিকিৎসা পেতে আবদার করছে। ছবি: সংগৃহীত

সকল প্রাণীরই সু:খ-দু:খের সময় থাকে। মানুষ অসুস্থ হলে আধুনিক কতো চিকিৎসা আছে। কিন্তু বোবা প্রাণীদের তো সেই সুযোগ নেই তেমন। তবে এবার ঘটেছে ভিন্ন এক ঘটনা। যা হৃদয় ছুঁয়ে গেছে অনেক প্রাণিপ্রেমীদের।

ঘটনাটি তুরস্কের ইস্তাম্বুলের, ২৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, আহত একটি কুকুর নিজে ওষুধের দোকানে গিয়ে চিকিৎসা চাইছে। সেবা পেয়ে মেঝেতে গড়াগড়ি দিয়ে ধন্যবাদও জানিয়েছে অবলা প্রাণীটি। ভিডিওতে দেখা যায়, একটি পথকুকুর ওষুধের দোকানে বসে রয়েছে। একজন নারী কুকুরটির পায়ে ওষুধ মেখে দিচ্ছেন।

সেবা পেয়ে কুকুরটি এক পা তুলে নারীটির হাতে রেখে ধন্যবাদ জানানোর চেষ্টা করে। এমনকি ধন্যবাদ দিতে মেঝেতেও শুয়ে পড়ে কুকুরটি। তাকে আদরও করে দেন সেই মহান নারী।

আনন্দবাজারের এক প্রতিবেদনটিতে বলা হয়েছে, চিকিৎসক নারীর নাম বানু সেনগিজ। তার ওষুধের দোকানে পথকুকুর ঢুকে পড়লে দ্রুত ছুটে যান তিনি। প্রথমে বুঝতে না পারলেও কাছে যেতেই বুঝতে পারেন, আহত কুকুরটি চিকিৎসা চাইছে। আর কুকুরটিকে সেবা করেন বানু।