ঢাকার উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় অভিযান চালিয়ে ৬টি ওয়াশিং কারখানা এবং একটি প্লাস্টিক কারখানার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার সকালে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্টের পরিচালক রুবিনা ফেরদৌসী- এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশগত ছাড়পত্রবিহীন ও পরিবেশ দূষণকারী কারখানার বিরুদ্ধে করা অভিযানের আওতায় কারখানাগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
অভিযানে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া কারখানাগুলো হলো- আশরাফ ওয়াশিং প্লান্ট, প্রাইম ওয়াশিং প্লান্ট, মায়ের দোয়া ওয়াশিং প্লান্ট, স্টার ওয়াশিং (দি শাহীন ডিজাইন), সুমনের ওয়াশিং প্লান্ট, শাইনিং ওয়াশিং প্লান্ট এবং তেজো প্লাষ্টিক নামক কারখানা।
এ সময় কয়েকটি কারখানা সিলগালা করে এবং বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় এসব কারখানার বিচ্ছিন্ন করে দেয়া হয় বিদ্যুৎ সংযোগও। পরিবেশগত ক্ষতিসাধনের জন্য কারখানাগুলোর মালিকদের আগামী ২১ জুলাই পরিবেশ অধিদপ্তরে শুনানীর জন্য হাজির হওয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
অধিদপ্তর জানায়, অনেকদিন ধরেই সাতারকুল এলাকায় বিভিন্ন ধরণের ওয়াশিং কারখানা পরিবেশগত ছাড়পত্র ছাড়া ও ইটিপি নির্মাণ না করেই পরিচালিত হয়ে আসছিল। আর এসব কারখানার অপরিশোধিত তরল বর্জ্য খালে নি:সরণ করে পরিবেশ দূষণ করছিল।
এর আগেও পরিবেশ অধিদপ্তর কারখানাগুলোর কর্তৃপক্ষকে একাধিকবার ক্ষতিপূরণ আদায় করে সতর্ক করলেও নিয়ম তোয়াক্কা না করেই দূষণ অব্যাহত রেখে আসছে।
অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং- এর পরিচালক রুবিনা ফেরদেীসী জানান, পরিবেশগত ছাড়পত্রবিহীন, ইটিপি বিহীন, পরিবেশ দূষণকারী শিল্প কারখানা বিরুদ্ধে এই অভিযান অব্যহত থাকবে।