কাকাতুয়ার প্রতিভায় অবাক গবেষকরাও

প্রতিভাবান কাকাতুয়া স্নোবল। ছবি: সংগৃহীত

পাখির সৌন্দর্যে বিমোহিত হন অনেকেই। তবে শুধু সৌন্দর্যে নয়, প্রতিভা দেখিয়ে ভাইরাল হয়েছে লম্বা ঝুঁটিওয়ালা এক কাকাতুয়া। সম্প্রতি গার্ডিয়ানের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, স্নোবল নামের কাকাতুয়াটি নাচছে জনপ্রিয় ব্যান্ড ব্যাকস্ট্রিটবয়েজের গানে।

স্নোবলের সেই নাচের ভিডিওটি দেখেন কয়েক কোটি মানুষ। বিশ্লেষণে দেখা গেছে, কাকাতুয়াটি ১৪টি নাচের মুদ্রা জানে, তাও কোন প্রশিক্ষণ ছাড়াই। কাকাতুয়াটির প্রতিভা দেখে রীতিমত অবাক গবেষকরাও।

কারণ এতদিন কাকাতুয়াসহ টিয়া গোত্রের সব পাখিকেই মানুষের কণ্ঠের অনুকরণে ওস্তাদ বলে মনে করতেন বিজ্ঞানীরা। আর নাচলেও তা সীমাবদ্ধ থাকতো পরিচিত দু’একটি মুদ্রার মধ্যেই।

গবেষকরা জানান, কাকাতুয়া এমনই এক বুদ্ধিমান পাখি, যে নিজেই আবিস্কার করে শিখে নেয় নতুন কিছু। সেইসঙ্গে উপভোগ করে শিখতে পারার আনন্দও। বিজ্ঞান বিষয়ক জার্নাল কারেন্ট বায়োলজিতেও উল্লেখ করা হয়েছে এ তথ্যটি।

বিস্তর গবেষণার পর গবেষকরা জানান, নাচের কোন মুদ্রাই অনুকরণ করেনি কাকাতুয়াটি। বরং সবই নিজেই আবিষ্কার করেছে। আর স্নোবল স্বভাবজাতভাবেই ‘কোরিওগ্রাফার’।

জানা গেছে, এবারই প্রথম নয়, ২০০৮ সালে স্নোবলের নাচের প্রথম ভিডিও ছাড়া হয় ইউটিউবে, সেটিও ব্যাপক প্রশংসা কুড়ায়। এতেই বিশ্বব্যাপী পরিচিত হয় স্নোবল। তখন পাখিটির বয়স ছিল ১২ বছর।