সাপ উদ্ধারের পর ভিডিও ধারণের সময় বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন বঙ্কিম স্বর্ণকার (৩০) নামের একজন সাপ উদ্ধারকারী যুবক। ১৯ অক্টোবর, মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের মালদার পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ উদ্ধারের পর ভিডিও ধারণ করছিল বঙ্কিম নামের ওই যুবক। এ সময় হঠাৎই বঙ্কিমের পায়ে কামড়ে ধরে বিষধর সাপটি। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল বঙ্কিমকে। সেখানেই মারা যান তিনি।
জানা গেছে, কারো বাড়িতে বা লোকালয়ে বিষধর সাপ দেখা ডাক পড়তো বঙ্কিম স্বর্ণকারের। তার বাড়ি ইংরেজ বাজার থানার শোভানগর এলাকায়। অন্যান্য দিনের মতো মঙ্গলবার পুখুরিয়া এলাকায় বিষধর সাপ উদ্ধারে গিয়েছিল বঙ্কিম। শোভানগর, মিল্কি, পুখুরিয়া, আড়াই ডাঙ্গা, মানিকচক সহ বিভিন্ন এলাকায় কারো বাড়িতে বিষধর সাপ দেখতে পেলেই খবর দিয়ে নিয়ে যেত বঙ্কিমকে। বিষধর সাপ উদ্ধারের পর গভীর জঙ্গলে ছেড়ে দিতে বঙ্কিম। সাপের কামড়ে ওই যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোভানগর এলাকায়।
চন্দ্রিমা বোস নামের নিহত বঙ্কিমের একজন সহকর্মী বেঙ্গল ডিসকাভার-কে জানান, আজ আমরা আমাদের এক সহযোদ্ধাকে অকালে হারালাম। আমরা যারা বন্যপ্রাণ উদ্ধার ও অবমুক্তির কাজের সাথে জড়িত তারা ধরা যায় একটি ছোটো খাটো পরিবারের মতন। তেমনই একজন বঙ্কিম স্বর্ণকার, মালদার অভিজ্ঞ সাপ উদ্ধারকারী। প্রতিদিনের মতো সাপ উদ্ধারে গিয়ে আজ একটি গোখরো সাপ উদ্ধারের সময় অসাবধানতায় প্রাণ হারায় সে।
তিনি বলেন, ঘটনাটা আমাদের উদ্ধারকারী বা বন্যপ্রাণ প্রেমীদের জন্য হৃদয় বিদারক এবং শিক্ষারও বটে। প্রত্যেক সাপ উদ্ধারকারীকেই আরো বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যে প্রাণীগুলো আমরা উদ্ধার করছি, তাদের প্রতি আমাদের সম্মানটা সবার আগে প্রয়োজন।
”অনেকেই যে তাদের নিয়ে খেলা বা স্ট্যান্ট দেখাবার চেষ্টা করেন তা একেবারেই সমর্থন যোগ্য নয়। কারণ একজন বন্যপ্রাণ উদ্ধারকারীর দায়িত্ব এক্ষেত্রে অনেক বেশি থেকে যায়। এসব করতে গিয়ে আমরা আমাদের মূল উদ্দেশ্যেই ভুলে যাই, “সেটা হল নিজেকে সুরক্ষিত রেখে বন্যপ্রাণ রক্ষা”। আমাদের একটা ভুল আমাদের নিজের প্রাণের সাথে প্রাণীগুলোর জীবনও বিপন্ন করতে পারে। বঙ্কিম ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আর কোনো মায়ের কোল জানো খালি না হয় এভাবে,” উল্লেখ করেন চন্দ্রিমা বোস।
সহযোগিতার আহ্বান...
ব্যস্ত এই পৃথিবীর প্রতিদিনকার শোরগোলে হারিয়ে যায় শত গল্প, না শোনা থেকে যায় হাজারো কথা। অগণিত বন্যপ্রজাতির ক্ষেত্রেও দৃশ্যটি ভিন্ন নয়। ছোট, বড়, বিপন্ন, বন্যজীবনের জটিলতা ও আকর্ষণীয় গল্পগুলোই আমাদের লেখকদের মূল আগ্রহ। প্রতিটি মুহুর্ত আমরা কাটাই এসবের সন্ধানে। পরিবেশ, বন্যপ্রাণী এবং বিজ্ঞান বিষয়ক সাংবাদিকতা কেবল মাত্র ভালোবাসার টানে শুরু করলেও, নিউজরুম পরিচালনায় প্রতিনিয়ত হার মেনে যায় এই আবেগও। এমন সময় প্রয়োজন হয় সহযোগিতার।
প্রাণ-প্রকৃতি নিয়ে সবচেয়ে মনোমুগ্ধকর ছবি, ভিডিও এবং তথ্য তুলে ধরার ইচ্ছে নিয়ে পৃথিবীজুড়ে প্রাণ-প্রকৃতি সংরক্ষণকারী গবেষক, গবেষণা সংস্থা ও সংরক্ষণকর্মীদের সঙ্গে কাজ করছি আমরা। জনসাধারণের সামনে তুলে ধরতে চেষ্টা করি বিপন্ন ও বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণ-বৈচিত্র্যের তথ্যচিত্র। ওয়েবসাইট ও ম্যাগাজিন দৃষ্টিকটু বিজ্ঞাপনে যাতে ভর্তি হয়ে না থাকে, প্রতিনিয়ত আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এতে পাঠকের স্বাচ্ছন্দ্য বজায় থাকলেও, আয়ের একটি বড় অংশ কমে যায়। সেইসঙ্গে যুক্ত হয়েছে কোভিড-১৯ কালীন অর্থনৈতিক সংকট। তাই আমাদের লেখকদের যথাযথ সম্মানীর পাশাপাশি বিজ্ঞাপনী আয়ের ক্ষতিপূরণের সাহায্যে এগিয়ে আসার আহবান জানাই। এগিয়ে যেতে চাই একই উদ্দ্যোমে, সঙ্গে চাই আপনাদের সহযোগিতা।
যোগাযোগ: info@bengaldiscover.com