জেলেদের জালেই মারা যায় বিরল সামুদ্রিক প্রাণটি!

জালে আটকে মারা যাওয়া বিরল সামুদ্রিক প্রাণীটি। ছবি: সংগৃহীত

গেলো বৃহষ্পতিবার বঙ্গোপসাগরে জেলেদের জালে আটকা পড়ে বিরল প্রজাতির এক সামুদ্রিক প্রাণী। পরে এটিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের বাংলাবাজার ফিশারিঘাটে আনা হয়। সাগরে পেতে রাখা স্থানীয় জেলে রিদুয়ান মাঝির জালে আটকা পড়ে মারা যায় প্রাণীটি।

প্রথমে স্থানীয়রা প্রাণীটিকে ‘বিরল প্রজাতির মাছ’ আবার কেউ হাঙ্গর বা তিমি উল্লেখ করলেও বৈজ্ঞানিক নাম জানা যায়নি। এটির ওজন ছিল ২০০ কেজি বা পাঁচ মণের বেশি।

জেলে রিদুয়ান মাঝি জানান, “আমার জাল নিয়মিত বঙ্গোপসেউগরে ফেলা হয়। প্রতিদিনকার মতো সময় হলে জেলেরা জাল টানে। জাল টেনে আনতেই দেখা মেলে বিরাট আকারের বিরল প্রজাতির মাছটি।”

বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের জলদি অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, “জেলেদের জালে বিশালাকৃতির তিমি ধরা পড়েছে বলে শুনেছি। তবে মৎস্য কর্মকর্তারা এ বিষয়ে ভালো জানবেন।”

বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুবর রহমান বলেন, “এটি হাঙ্গর প্রজাতির, টাইগার হাঙ্গর নামেও পরিচিত। বিশেষ করে এ প্রজাতির মাছ এ অঞ্চলে খুব কমই পাওয়া যায়।”