সুন্দরবনের বাগেরহাটে নির্মানাধীন রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এখন পর্যন্ত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু বিয়ষক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
৩১ জুলাই বুধবার বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন পরিবেশ মন্ত্রী।
তিনি বলেন, “রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্রের কারণে পরিবেশের জন্য ক্ষতিকর এমন কিছু এখন পর্যন্ত সেখানে হয়নি।”
“বিদ্যুৎকেন্দ্র হলে পরিবেশ ও সুন্দরবনের জন্য ক্ষতিকর কিছু হবে না। সেজন্য উদ্যোগ নেয়া হয়েছে। সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় রাখতে যেসব শর্ত দেয়া হয়েছে, সেগুলোও আমরা বাস্তবায়নে সক্ষম,” বলেন মন্ত্রী।
বনভূমি দখলের প্রসঙ্গে মন্ত্রী জানান, যারা বনের জমি দখল করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। সেই জমি উদ্ধারের বিষয়টি প্রক্রিয়ায় আছে। আশা করি শিগগিরই জমি উদ্ধার করতে পারব।
এদিকে পলিথিন নিষিদ্ধ হলেও, কারখানাগুলো একেবারেই বন্ধ করা সম্ভব নয়, মন্তব্য করেন পরিবেশ মন্ত্রী।
“সব পলিথিন কারখানা বন্ধ করা সম্ভব নয়। আমরা পলিথিন নিষিদ্ধ করেছি। তবে কিছু কিছু ক্ষেত্রে পলিথিন ব্যবহারের সুযোগ আছে। যেসব পলিথিন নিষিদ্ধ, সেগুলোর উৎপাদন বন্ধ করে দেব,” উল্লেখ করেন মো. শাহাব উদ্দিন।
বায়ু দূষণ রোধেও সরকারের পরিকল্পনাও তুলে ধরেন মন্ত্রী। জানান, ঢাকাসহ দেশের বড় জেলা শহরে বায়ুর মান নিরূপনের জন্য স্থাপন করা হয়েছে ১৬টি ক্যাম্প।