গর্ভবতী গাভী হত্যা করে মৃত বাচ্চা ফেলে দিল খালে!

হত্যার পর গর্ভবতী গাভীটির মাথা ও চামড়া ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। ছবি” সংগৃহীত

বাংলাদেশের ফেনী জেলার সোনাগাজী উপজেলায় গর্ভবতী একটি গাভী চুরি করার পর জবাই করে মাথা ও চামড়া গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ৬ জুন, শনিবার রাতে উপজেলাটির মঙ্গলকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাভীটির পালনকারী আবুল হোসেন একজন দরিদ্র কৃষক। হত্যার শিকার দুধের গাভীটি ছিল তার পরিবার চালানোর একমাত্র সম্বল। নৃশংসভাবে হত্যার পর মাংসগুলো নিয়ে মাথাসহ চামড়া গাছের সাথে ঝুলিয়ে রেখে মাংসগুলো নিয়ে যায় এবং পেটের মৃত বাচ্চাটিকে ভাসিয়ে দেয় খালের পানিতে।

ভুক্তভোগী আবুল হোসেন জানান, এর আগে গেল বছরের ২২ জুন তার গোয়ালঘর থেকে আরো একটি গরু চুরি করেছিল দুর্বৃত্তরা। সেটিও চুরির পরদিন জবাই করে গরুর মাথা ও চামড়া একই জায়গায় ঝুলিয়ে রেখে গিয়েছিল তারা।

মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান, নিরীহ কৃষকের সঙ্গে এমন আচরণ অমানবিক ও দু:খজনক। স্থানীয় মেম্বারকে ক্ষতিগ্রস্ত আবুল হোসনকে নিয়ে থানায় লিখিত অভিযোগ দিতে নির্দেশনা দিয়েছেন বলে উল্লেখ করেন চেয়ারম্যান।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, শনিবার রাতে গরুর মালিক আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করছে, অভিযুক্তদের দ্রুত আইনের আওয়তায় আনা হবে বলে জানান ওসি।

এলাকাবাসীর অভিযোগ, বারবার গরু চুরি করে জবাই করে মাথা ও চামড়া রেখে যাচ্ছে দুর্বৃত্তরা। আগের ঘটনাগুলোর সঠিক বিচার না হওয়াতে বারবার একই ঘটনা ঘটছে বলে মনে করেছেন তারা।