জীববৈচিত্র্য রক্ষা করতে সংসদীয় কমিটির সুপারিশ

সিংহ শাবক। ফাইল ছবি: বেঙ্গল ডিসকাভার

বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির ১০ম বৈঠকে এ সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।

কমিটি থেকে জানানো হয়, বর্তমানে জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশের অবস্থান ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আলোচনা হয়। এতে জীববৈচিত্র্য রক্ষায় গবেষকদের সাথে নিয়ে গোলটেবিল বৈঠক করার বিষয়ে সুপারিশ করা হয়েছে। আগামী বছর চীনের কুনমিং এ অনুষ্ঠিত হতে যাওয়া জীব বৈচিত্র্য সংক্রান্ত সম্মেলনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।

বৈঠকে স্পেনে অনুষ্ঠিত কপ-২৫ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ, প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও পরবর্তী কপ সম্মেলনে বাংলাদেশের উপস্থাপনা কেমন হবে সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে অনুরোধ করা হয়।

বৈঠকে সুন্দরবনের বিষয়ে ইউনেসকো প্রদত্ত শর্তাবলীর বিষয়ে মন্ত্রণালয় কী পদক্ষেপ নিয়েছে সেসব বিষয়ের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় বৈঠকে।

কমিটির সদস্য ও মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, মোঃ রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংসদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।