
পর্বত অঞ্চলে একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করেছে দক্ষিণ এশিযার দেশ নেপাল। মূলত পর্বতারোহীদের ফেলে যাওয়া বর্জ্য কমিয়ে আনতে দেশটির কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।
২০২০ সালের জানুয়ারি থেকে কুমবু পাসাং লামু পৌরসভায় এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। নেপাল সরকারের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি-কে বলেন, এতে মাউন্ট এভারেস্ট ও পর্বত অঞ্চলকে দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন রাখতে সহায়ক হবে।
সম্প্রতি মাউন্ট এভারেস্ট থেকে ১১ টন বর্জ্য অপসারণ করেছে নেপালি কর্তৃপক্ষ। প্রদেশটিতে ৩০ মাইক্রোনের কম চওড়া সব প্লাস্টিকের পানির বোতল ও প্লাস্টিক পণ্য নিষিদ্ধ থাকবে। তবে এই নিয়ম লঙ্ঘনে কী ধরনের শাস্তি দেয়া হবে- তা এখনো ঘোষণা করা হয়নি।
প্রতিবছর হাজার হাজার পর্যটক কুমবু পাসাং লামুতে ভ্রমণে আসেন। এতে অঞ্চলটিতে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।
গত আগস্টে একটি পরামর্শক প্যানেল, এভারেস্টে আরোহণকারীদের জন্য অভিজ্ঞ গাইড নিয়োগ দিতে সুপারিশ করে। পর্বতশৃঙ্গে উঠতে বর্তমানে অনুমতি পেতে দিতে হয় এগারো হাজার ডলার। তবে এই খরচ বাড়িয়ে ৩৫ হাজার করার পরামর্শ দিয়েছে ওই প্যানেল।
জানা গেছে, এ বছর অন্তত ১১ জন পর্বতারোহী নিহত বা নিখোঁজ হন। অপরদিকে এই মৌসুমে ৮শ ৮৫ জন এভারেস্ট জয়ের চেষ্টা করেছেন।