ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। শনিবার আন্তজার্তিক গণমাধ্যমগুলো জানায়, এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আর এখনো নিখোঁজ রয়েছেন ৬ জন, আহত ১৩ জন।
দেশটির গণমাধ্যম কাঠমান্ডুপোস্ট জানিয়েছে, গেলো বুধবার রাত থেকে কাঠমান্ডুসহ নেপালের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়।
এর ফলে দেশটির স্থানীয় নদীর পানি উপচে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। অবশ্য গতকাল শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে ১৫ জন নিহতের খবর জানায়।
টেলিভিশনের সংবাদে দেখা গেছে, দেশটির ক্ষতিগ্রস্ত এলাকায় পানি-বন্দি হয়ে পড়েছে মানুষ। কোমর পানিতে জিনিসপত্র নিয়ে অন্যত্র সরে যেতে দেখা গেছে বসবাসকারীদের।
খবরে বলা হয়, রাজধানী কাঠমান্ডুতে একটি বাড়ির দেয়াল ধসে তিনজনের মারা গেছে। বন্যায় আটকে পরা মানুষদের উদ্ধার করছে পুলিশ।
“আমরা ১৫০ জনের বেশি লোককে উদ্ধার করেছি এবং বিভিন্ন এলাকায় উদ্ধার কাজ অব্যাহত রয়েছে,” জানান দেশটির সেনা মুখপাত্র বিগিয়ান দেব পান্ডে।
দেশটির কর্মকর্তারা জানান, ভারতের বিহার রাজ্যের ভেতর দিয়ে প্রবাহিত হওয়া নেপালের পূর্বাঞ্চলে অবস্থিত কোশি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস দিয়েছে, “পুরো সপ্তাহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।” তাই বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
flood in nepal 2019 pic.twitter.com/7WxSBwMQOg
— kishan poudel (@krishna5064) ১২ জুলাই, ২০১৯