
বানরের ওপর চালানো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ এর টিকা আশাব্যঞ্জক ফল পেয়েছে। বানরের দেহে পরীক্ষায় টিকাটি কার্যকর বলেও প্রমাণিত হয়েছে। ২৮ এপ্রিল, মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিজনেন ইনসাইডার।
খবরে বলা হয়, এতে কয়েক মাসের মধ্যে ভারতে করোনা ভাইরাসের টিকা উৎপাদনে আশাবাদী গবেষকরা। গত মার্চে মনটানাক রকি মাউন্টেইন ল্যাবরেটরিতে ছয়টি রিসাস ম্যাকাক প্রজাতির বানরের শরীরে টিকাটি দেয়া হয়। এরপর বানরের দেহে ছাড়া হয় অসংখ্য করোনাভাইরাস। এরপর ২৮দিন অতিবাহিত হলেও সুস্থ আছে ছয়টি বানরই।
টিকাটির গবেষক ভিনসেন্ট মুনস্টার জানান, রিসাস ম্যাকাক প্রজাতির বানর মানুষের খুব কাছাকাছি একটি প্রাণী। তাই টিকাটি মানুষের শরীরেও ভালো কাজ করবে বলে আশাবাদী তিনি।
বানরের দেহে সফলতা পাওয়ার পর টিকাটি এখন ছয় হাজার মানুষের শরীরে প্রয়োগ করে পরীক্ষা করা হবে। যা আগামী মে মাসের শেষের দিকে সম্পন্ন হবে। যদি মানুষের শরীরে এটি ভালো কাজ করে তবে জরুরি ভিত্তিতে অনুমোদন নিয়ে প্রথম ধাপে কয়েক মিলিয়ন ডোজ আগামী সেপ্টেম্বরে বাজারে ছাড়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বিজ্ঞানীরা।
এদিকে বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউট ঘোষণা দিয়েছে, প্রতিষ্ঠানটি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না। সময় বাচাতে শিগগিরই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকাটির চার কোটি ডোজ উৎপাদন শুরু করবে।