
বাংলাদেশের রাজধানী ঢাকার চারপাশের নদী রক্ষায় নানা উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে নদীর তীর সংরক্ষণে স্বেচ্ছাসেবকদের যুক্ত হতে আহ্বান জানিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।
বুধবার, ২৩ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও বালু নদীর তীরভূমিতে সীমানা পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে, জেটি ও ইকোপার্কসহ অবকাঠামো নির্মাণ এবং বনায়ন কার্যক্রম শুরু হয়েছে। উন্নয়ন কার্যক্রমগুলো পরিচালনা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ ।
বিজ্ঞপ্তিতে নদীর তীরে রোপণ করা গাছসহ স্থাপনা রক্ষায় স্থানীয় জনগণ ও সুধিজনদের সহযোগিতার কামনা করে নৌপরিবহন মন্ত্রণালয়। এজন্য স্বেচ্ছাসেবামূলক এই কাজে আগ্রহী ব্যক্তি ও সংগঠনকে বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর) ফোন-৯৫৫২৬৭৩ অথবা নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব (টিএ) ফোন-৯৫৪৬০৭২ এর সাথে যোগাযোগ করে নাম-ঠিকানা পাঠাতে অনুরোধ করা হয়।