জনবল সংকটের কারণে বাংলাদেশ অংশের সুন্দরবনের পূর্ব বিভাগে দুটি রেঞ্জে ব্যাহত হচ্ছে বনবিভাগের স্বাভাবিক কার্যক্রম। বন বিভাগে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকায় এ জনবল সংকটের সৃষ্টি হয়েছে। তবে সম্প্রতি নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় শিগগিরই এ সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বার্তা সংস্থা ইউএনবি-কে জানান, এ অংশে বিভাগীয় কার্যালয়সহ দুটি রেঞ্জ কার্যালয় রয়েছে। বনের ভেতরের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ অফিসের অধীনে ফাঁড়ি ও টহল ক্যাম্প রয়েছে। এতে মোট পদের সংখ্যা ৫১৬টি। এরমধ্যে কর্মরত আছেন ৩৫০ জন। সদর রেঞ্জের সহকারী বন সংরক্ষকের (এসিএফ) পদসহ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির মোট ১৬৬টি পদ অনেকদিন যাবত শুন্য আছে।
বনবিভাগের নিয়োগ বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে দাবি করেন। বলেন, এতে নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিমাসে জনবল সংকটের বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়। এ মাসেও দেয়া হয়েছে বলে উল্লেখ করেন বেলায়েত হোসেন।
তিনি জানান, সম্প্রতি বনবিভাগে নিয়োগ কার্যক্রম শুরু করেছে বন মন্ত্রণালয়। এতে পূর্ব বনবিভাগে জনবল সংকট সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ বন কর্মকর্তা।
বনবিভাগের জনবল সংকটের বিষয়টি নিয়ে বন্যপ্রাণী গবেষক নাসির উদ্দিন বলেন, সুন্দরবন প্রাকৃতিকভাবে একটি ভিন্ন ধরনের বন। বনজ সম্পদ চুরির পাশাপাশি বাঘ, হরিণ শিকারিরা ওৎ পেতে থাকে বন ও বন্যপ্রাণীর ক্ষতি করতে। বন রক্ষীদের প্রতিনিয়ত বাঘ, কুমির, ডাকাত ও প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে বন পাহাড়া দেয়ার পাশাপাশি নিজেদেরকেও রক্ষা করতে হয়। বছরে কয়েক হাজার দেশি-বিদেশি ভ্রমণকারীর নিরাপত্তাও দিতে হয় বন কর্মীদের। কাজেই প্রয়োজনীয় জনবলের অভাব পূরণ না হলে বন, বন্যপ্রাণী এবং বনজ সম্পদ রক্ষায় ব্যাঘাত ঘটবে এবং সুন্দরবনের স্বাভাবিক নিরাপত্তা বিঘ্নিত হবে।