নদীকে দূষণমুক্ত করে সংরক্ষণের উদ্দেশ্য বাংলাদেশের একঝাঁক শিক্ষার্থী অংশ নিলো ব্যতিক্রমী এক আয়োজনে। গতকাল বৃহষ্পতিবার ২৫ জুলাই ঢাকার পাশ্ববর্তী বালু নদী থেকে প্লাস্টিক বর্জ্য পরিষ্কার ও নদীর তীরে রোপণ করলো গাছের চারা।
নদী সংরক্ষণ বিষয়ক সংস্থা রিভারাইন পিপল-এর আয়োজনে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (আইইবির)’ র শিক্ষার্থীরা অংশ নেয় এই সচেতনতামূলক কার্যক্রমে।
রিভারাইন পিপলের পরিচালক মোহাম্মদ এজাজ জানান, মূলত শিক্ষার্থীদের মাঝে নদীর সংরক্ষণের বাণীটি পৌঁছে দিতেই এই আয়োজন।
তিনি বলেন, শিক্ষার্থীরা বালু নদীর ইছামতী ঘাট থেকে শুরু করে কিছু স্থান চিহ্নিত করে, যেখানে প্লাস্টিক দূষণের মাত্রা বেশি।
“আগামী দুই বছরের মধ্যে শিক্ষার্থীরা ওই এলাকাগুলো দূষণমুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে,” উল্লেখ করেন মোহাম্মদ এজাজ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃক্ষরোপন অভিযান, নদী থেকে প্লাস্টিক সামগ্রী এবং নদী ভ্রমনের মাধ্যমে দূষিত এলাকা চিহ্নিত এবং দূষণমুক্ত করার পরিকল্পনাই ছিল দিনব্যাপি কর্মসূচির মূল আয়োজন।