
চলন্ত গাড়ির ধাক্কায় রাস্তার পাশে জ্ঞান হারায় একটি চিতাবাঘ। বেশকিছুক্ষণ নড়াচড়া না করায় মৃত ভেবে চিতাটির ছবি-ভিডিও তুলতে শুরু করেন উৎসাহী জনতাও। কিন্তু পরক্ষণেই ঘটে বিপত্তি.. লাফিয়ে উঠে একজনকে কামড়ে ধরলো চিতাটি।
১৯ জুলাই, সোমবার ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারের ফালাকাটা এলাকার দলগাঁও চা বাগান কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সোয়া ৯টার দিকে রাস্তা পার হতে গিয়ে দ্রুত গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল ধাক্কা মারে চিতাবাঘটিকে। এতে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে প্রাণীটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চিতাটির ছবি-ভিডিও। ভিডিওতে দেখা যায়, উৎসুক জনতা ছবি তোলার এক মুহুর্তে হঠাৎই চিতাটি লাফিয়ে উঠে উৎসুক জনতার দিকে। এরপরই শুরু হয় জনতার ভৌ-দৌড়।
তবে কাছাকাছি ছবি তুলতে যাওয়া একজনকে আক্রমণও করে বসে চিতা। কামড়ে ধরে লোকটিকে থাদে নামিয়ে আনে। তবে চিতাটি গুরুতর জখম থাকায় রক্ষা পান ওই ব্যক্তি।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন বিভাগের কর্মীরা। পরে অজ্ঞান করে জাল দিয়ে চিতাটিকে উদ্ধার করে তারা। এটিকে দক্ষিণ খয়েরবাড়ি চিতা রেসকিউ সেন্টারে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।