
নিজের চাইতে শতগুণ বড় ও শক্তিশালী চিতাবাঘকে হটিয়ে দেয় সবুজ রংয়ের ছোট্ট একটি ব্যাঙ। তেমনিই একটি ভিডিও টুইট ভাইরাল হয়েছে অনলাইনে। ২১ মে, বৃহস্পতিবার ভারতের বন বিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দা পোস্ট করেন ভিডিওটি।
আঠারো সেকেন্ডের ভিডিওতে একটি চিতাবাঘকে গাছের আড়ালে থাকা একটি ব্যাঙকে থাবা দিয়ে ধরার চেষ্টা করতে দেখা যায়। অসন্তুষ্ট ব্যাঙও বড় হা করে প্রতিবাদ জানায়। বার দুয়েক এমন হওয়ার পর ক্ষুব্ধ ব্যাঙ লাফ দিয়ে তেড়ে গেলে চিতাটি পিছিয়ে যায়। এরপরও আরেক দফা ব্যাঙটিকে ধরার ব্যর্থ চেষ্টা করতে দেখা যায় চিতাবাঘকে। তবে সেবারও সফল না হওয়াতে সরেও যায় চিতাটি।
Times are changing…..
Unbelievable fight between a frog & leopard. And see who wins😊🎬Science Girl pic.twitter.com/g8kqnBLDcr
— Susanta Nanda IFS (@susantananda3) May 21, 2020
ভিডিওটি শেয়ার করে বন কর্মকর্তা সুশান্ত লিখেন, ”সময় বদলাচ্ছে। চিতাবাঘ আর ব্যাঙের অবিশ্বাস্য লড়াই। দেখুন কে জিতে।”
ইতিমধ্যেই অনলাইনে ব্যাপক জনপ্রিয় হয়েছে ভিডিওটি। এটি রিটুইট করার পাশাপাশি মজার সব মন্তব্যও করেছেন ব্যবহারকারীরা। সবারই একটি প্রশ্ন, কেন ব্যাঙটিকে ছেড়ে দিল চিতা? তবে কেউ কেউ লিখেন, শিকারি চিতাটির সম্ভবত খিদা নেই, তাই ব্যাঙের সঙ্গে খুনসুটি করেছিল।