মূলত মাছ ধরার জাহাজ হলেও কাগজ জালিয়াতি করে মার্চেন্ট ভেসেল দেখিয়ে ক্যামেরুনের পতাকাবাহী দুটি জাহাজ অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় প্রবেশের ঘটনায় চলছে তোলপাড়। জাহাজ দু’টির নাম এফভি উইন্ড সী ও এফভি উইন্ড ভিউ।
আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক বৈঠকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু সভাপতিত্ব করেন।
জাহাজ দুটির সঠিক তথ্য ও মোটিভ জানতে আগামীকালের মধ্যে কাস্টমস কর্তৃপক্ষের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করতে সিদ্ধান্ত হয়। পাশাপাশি এর সঙ্গে জড়িত কাস্টম কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, বিদেশী ফিশিং জাহাজ দু’টি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া, আন্তর্জাতিক এবং দেশিয় আইন লঙ্ঘন করে কর্ণফুলী নদীতে প্রবেশ করে। বর্তমানে জাহাজ দু’টি চট্টগ্রামের কন্টিনেন্টাল মেরিন ফিশারিজের জেটিতে অবস্থান করছে। মাছ ধরার অবৈধ জালভর্তি জাহাজ দুটির স্থানীয় এজেন্ট ইন্টার-মোডেল প্রাইভেট লিমিটেড।
জানা গেছে, ওই প্রতিষ্ঠানটি মেরামতের অজুহাত দেখিয়ে ভূয়া তথ্য দিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ২১ আগস্ট জেটিতে প্রবেশ করায়। ২৬ আগস্ট বন্দরত্যাগের কথা থাকলেও এখনো জাহাজ দুটি ত্যাগ করেনি বাংলাদেশের জলসীমা।
জানা গেছে, মেরিন ফিশারিজ একাডেমী, চট্টগ্রাম সামুদ্রিক বন্দর এবং কোস্টগার্ডের সরেজমিন তদন্তে জাহাজ দুটিতে মেরামতযোগ্য কোনো ত্রুটি পাওয়া যায়নি। তদন্তে বেরিয়ে এসেছে, দুটি জাহাজেরই কাগজপত্রে ত্রুটিসহ কাঁটাছেঁড়া করে পোর্ট ক্লিয়ারেন্স পরিবর্তন করা হয়।