বাংলাদেশে বন্যপাখি শিকার ও বিক্রয়কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের নূপুর মার্কেটে অভিযান পরিচালনা করে বিক্রয় নিষিদ্ধ পাখি উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানি অভিযানের নেতৃত্ব দেন। তিনি বলেন, দেশি পাখি ধরা, বিক্রি করা ও পোষা আইনত দন্ডনীয় অপরাধ। মার্কেটির পাখি ব্যবসায়ীদের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিলো।
“অভিযানে বিক্রি নিষিদ্ধ পাখি রাখার প্রমাণ পাওয়া গেছে। দেশি টিয়া, ঘুঘু, ময়না, মুনিয়া জাতীয় পাখি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে,” উল্লেখ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।
অভিযানে র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন। উদ্ধার করা পাখিগুলোকে প্রকৃতিতে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন বন বিভাগের চট্টগ্রাম রেঞ্জ অফিসার মো. ফরিদ উদ্দিন।
এর আগে ঢাকার আশপাশের এলাকায় পরিচালনা করা এক অভিযানে ৬৫১টি পাখি উদ্ধার করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন বিভাগ। এ সময় বন বিভাগ জানায়, অবৈধ পাখি বিক্রয়কারীদের ধরতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।