মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র হালদা নদীতে অবৈধভাবে মাছ ধরা ১১ কেজি ওজনের একটি কাতলা মাছ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার এক অভিযানে নদীর ছিপাতলী ইউনিয়নের মোয়াজ্জেম খান বাড়ি টেক এলাকায় মা মাছটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বাংলাদেশের চট্টগ্রাম জেলায় প্রবাহিত দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে বড়শী দিয়ে মাছ ধরার অপরাধে মোহাম্মদ ইউনুচ নামের এক ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা মাছটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞরা জানান, ডিম ছাড়ার পর মা মাছের খাবারের চাহিদা বাড়ে। এ সুযোগ কাজে লাগিয়ে বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন বলেন, নদীতে মা মাছ ডিম ছাড়ার পর বেশ কয়েকদিন যাবত অভিযান পরিচালনা করা হচ্ছে। কিন্তু অভিযানের সময় জাল দেখা যায়নি। তবে শনিবার গিয়ে দেখি জালের পরিবর্তে বড়শী দিয়ে মাছ ধরছে শিকারিরা।
”এ সময় হাতেনাতে ১১ কেজি ওজনের কাতল মাছসহ একজনকে ধরা হয়। তবে আর কখনো মা মাছ শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে ওই ব্যক্তিকে,” জানান ইউএনও রুহুল আমিন।