
আগামী ৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জলসীমায় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। মা ইলিশের ডিম ছাড়ার প্রধান সময় হওয়াতে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।
রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এ তথ্য জানান।
তিনি বলেন, যেসব এলাকায় যেমন- নিঝুম দ্বীপ, নদীর মোহনা, সমুদ্র মোহনায় ইলিশ মাছ পাওয়া যায়, সেসব এলাকায় এবং জেলায় ইলিশ মাছ ধরায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
“সারা বছর ডিম ছাড়লেও ৮০ শতাংশ ইলিশ প্রধানত আশ্বিনের পূর্ণিমা চারদিন আগে এবং পূর্ণিমার পর ১৮ দিন পর্যন্ত সময়ে মা ইলিশ ডিম ছাড়ে,” উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
তবে ইলিশ ওপর নির্ভরশীল জেলেদের খাদ্য সহযোগিতা দেয়া হবে জানিয়েছেন মৎস্য প্রতিমন্ত্রী।
মাছ ধরায় বিধিনিষেধ আরোপের ফলে বাংলাদেশে ইলিশের উৎপাদন দ্বিগুণ হয়েছে বলেও জানান আশরাফ আলী খসরু।