বন্যপাখি পাচার: বন বিভাগও নাছোড় বান্দা

বনবিভাগের উদ্ধারকৃত বন্যপাখি। ছবি: বেঙ্গল ডিসকাভার

তোতা, মুনিয়া ও ঘুঘুসহ নানান রঙ ও প্রজাতির ছয় শতাধিক পাখি পাচার করছিল একদল পাচারকারী। এমন সংবাদের ভিত্তিতে রোববার সারারাত অভিযান পরিচালনা করে বাংলাদেশ বন বিভাগ। পরে পাখিগুলোকে উদ্ধারে সক্ষমও হয় বন্যপ্রাণী অপরাধ দমন বিভাগের সদস্যরা।

বনবিভাগ জানায়, সাভারের জিরাবো ও রাজধানীর কামরাঙ্গীরচরে এই অভিযানে ৪ শতাধিক তোতা, ২’শ মুনিয়া ও ২১টি ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির ৬৫১টি পাখি উদ্ধার করা হয়।

সোমবার সকালে আগারগাঁওয়ের বন ভবন প্রাঙ্গন ও মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে ছেড়ে দেয়া হয় বন্যপাখিগুলো। অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক।

তিনি বলেন, খাবার দিয়ে ফাঁদ পেতে এসব পাখি ধরে দেশে ও বিদেশে বিক্রি করে আসছে চক্রটি। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যাওয়াতে পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।

তবে বন্যপ্রাণী পাচার বন্ধে মূল হোতাদের ধরতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে, জানান বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির উদ্দিন আকন।

“পাখিগুলোকে উত্তরাঞ্চল থেকে ধরা হয়েছে। ধান অথবা ভূট্টা দিয়ে ফাঁদ পেতে ধরা হয়। পরে সেগুলো পাচার করা হয়,” যোগ করেন তিনি।