বাংলাদেশ জলসীমায় আটক চার বিদেশি ট্রলার

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের বাংলাদেশের ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের সময় ২৪ জেলেসহ চারটি বিদেশি ট্রলার আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার, ২২ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নৌবাহিনীর চট্টগ্রাম জনসংযোগ শাখা।

এতে বলা হয়, বঙ্গোপসাগরের সেন্টমার্টিন্সের ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অর্থনৈতিক জলসীমায় গত ১৮ ফেব্রুয়ারি ঢুকে পড়ে চারটি শ্রীলঙ্কান মাছ ধরার ট্রলার। অনুপ্রবেশ করা চারটি জাহাজের নাম- সী হর্স, ওয়াসানা-০১, ওয়াসানা-০৩ ও সানজু পুথা-০৭।

ট্রলারগুলোতে থাকা ২৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী জাহাজ ওমর ফারুক। ট্রলারগুলো ও জেলেদেরকে গত ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম নেভাল জেটিতে এনে আইনানুগ ব্যবস্থা নিতে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নৌবাহিনী জানায়, বাংলাদেশের বিশাল সমুদ্রসীমায় তিনটি বড় মৎস্য বিচরণক্ষেত্র রয়েছে। সবচে বড় মৎস্য বিচরণক্ষেত্রটি এশিয়ার মধ্যে অত্যন্ত মূল্যবান টুনা মাছের আদর্শ বিচরণক্ষেত্র হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। অল্পসংখ্যক দেশিয় ফিশিং ট্রলার এই বিচরণক্ষেত্র থেকে মাছ আহরণ করে থাকে। তবে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বঙ্গোপসাগর শান্ত থাকায় এই সুযোগে বিদেশি ট্রলারও গভীর সমুদ্রের বাংলাদেশের জলসীমায় মাছ আহরণে চলে আসে।

তবে বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে ব্লু-ইকোনমি সংরক্ষণ, সমুদ্র সম্পদ আহরণ, মৎস্য সম্পদের সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও মৎস্য শিকাররোধ, চোরাচালান দমন ও জেলেদের নিরাপত্তা বিধানে নৌবাহিনীর ছয়টি জাহাজ ২৪ ঘন্টা গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল প্রদান করে আসছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।