পাঁচদিনে হত্যা হলো পাঁচ হাজার উট!

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে ১০ হাজার বন্যউট নিধন কার্যক্রমের অংশ হিসেবে পাঁচদিনে হত্যা করা হয়েছে পাঁচ হাজার উট। মঙ্গলবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলের আনঙ্গু পিত্তঞ্জাতজারা ইয়ানকুনিতজাতজারা (এপিওয়াই) অঞ্চলে হেলিকপ্টার থেকে গুলি করে উট নিধন চলমান। নিধন শুরুর পঞ্চম দিন পর্যন্ত পাঁচ হাজার উট হত্যা করেছে শিকারিরা।

পানি ও খাবার সংকট, জানমালের ক্ষতিসাধনসহ অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়াতে উটগুলো হত্যা করা হচ্ছে বলে উল্লেখ করেন এপিওয়াই অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তা রিচার্ড কিং।

গত সপ্তাহে মানুষের পানি সংকট নিরসনে ১০ হাজার বন্যউট হত্যার নির্দেশ দেয় অস্ট্রেলিয়ার প্রশাসন। দেশটির কর্তৃপক্ষ জানায়, অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে সারা বছর তাপমাত্রা বেশি থাকে। এতে ওই অঞ্চলে প্রচন্ড পানিসংকট দেখা দেয়। এই সময় বন্যউটগুলো বেশি পরিমান পানি পান করে। ফলে ওই এলাকার বাসিন্দারা প্রয়োজনীয় পানি পাচ্ছেন না। এ কারণে ১০ হাজার বন্য উট হত্যার নির্দেশ দেয়া হয়।

কয়েক দিন আগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়, উটের পাশাপাশি বন্য ঘোড়াও হত্যা করবে শিকারিরা।

উট নিধনের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র সমালোচনা। সমালোচকরা বলছেন, দাবানলে ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণীদের বাঁচাতে অস্ট্রেলিয়ানরা যখন জীবন বিপন্ন করে আগুনে ঝাঁপ দিচ্ছে, সেই মুহুর্তে পরিকল্পিতভাবে এত উট হত্যা অমানবিক।