
বাংলাদেশের রাঙ্গামাটির কাপ্তাই লেকে পহেলা মে থেকে তিন মাস মাছ ধরা নিষিদ্ধ করেছে প্রশাসন। মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন, বংশ বৃদ্ধিমহ উৎপাদন বাড়াতে মাছ শিকার, আহরণ ও বাজারজাতকরণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ।
রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিল্পী রাণী রায় বলেন, পহেলা মে থেকে তিন মাস কাপ্তাই হ্রদে কোন ধরনের মাছ শিকার করা যাবে না। বন্ধকালীন এ সময়ে ১৯ হাজার জেলের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হবে। পাশাপাশি করোনাকালীন এই সংকটেও জেলেদের ত্রাণ দিয়ে সহযোগিতা করবে জেলা প্রশাসন।