ভিনগ্রহ থেকে এলো রেডিও সংকেত! (ভিডিও)

অসীম আকাশের লাখো-কোটি নক্ষত্রের মাঝে মানুষ-প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে বহুকাল ধরে। সৌরজগতের ছোট্ট গ্রহ পৃথিবী ছাড়া আর কোথাও এখনো প্রাণের স্পন্দনের খোঁজ মেলেনি। তবে, হাল ছাড়েননি বিজ্ঞানীরাও। তাদের বিশ্বাস মহাবিশ্বের কোথাও না কোথাও ঠিকই আছে পৃথিবীর মতো প্রাণীর বাসযোগ্য আরো কোন গ্রহ। সে খোঁজেই এবার আশার বাণী শোনালেন নেদ্যারল্যান্ডসের বিজ্ঞানীরা।

সম্প্রতি ‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রো ফিজিক্স’ জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌরজগতের বাইরের একটি গ্রহ থেকে রেডিও সংকেত পাওয়ার দাবি করেছেন একদল গবেষক।

তাদের দাবি, ৫১ আলোকবর্ষ দূরের একটি গ্রহ থেকে ওই সংকেত এসেছে। নেদারল্যান্ডসের গবেষকদের এই দাবি যদি সত্যি প্রমাণিত হয় তাহলে মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাও বাড়বে কিছুটা।

গবেষকরা জানান, ‘টাউ বুটেস’ নক্ষত্রমণ্ডলীর অন্তর্গত একটি গ্রহ থেকে আসছে ওই সংকেত। আর তা ধরা পড়েছে নেদারল্যান্ডসের রেডিও টেলিস্কোপে। বিপুল গ্যাসসমৃদ্ধ ওই গ্রহই কেবল নয়, মহাকাশের আরও দু’টি অঞ্চল থেকে রেডিও সংকেত আসার কথা জানিয়েছেন গবেষকরা।

আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘ক্যানসার’ নামের নক্ষত্ররাজি ও এপসাইলন অ্যান্ড্রোমিডা নক্ষত্রমণ্ডলী থেকে সংকেত পাওয়ার দাবি করেছেন। যদিও টাউ বুটেস নক্ষত্রমণ্ডলীর গ্রহ থেকে পাওয়া সংকেতটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে অভিমত গবেষকদের।

গবেষণায় নেতৃত্ব দেয়া জ্যাক ডি টার্নার জানান, এই সংকেত সৌরজগতের বাইরে প্রাণের সন্ধানে গবেষণাকে নতুন পথ দেখাচ্ছে। গ্রহটির চৌম্বক ক্ষেত্র খুঁটিয়ে দেখলে এর অভ্যন্তরীণ চরিত্র ও আবহাওয়া মণ্ডলের উপাদান সম্পর্কে জানা যাবে। সেক্ষেত্রে জানা যাবে গ্রহটি প্রাণী বসবাসের উপযোগী কিনা।

”এটি যদি ইতিবাচক হয় তবে মানব ইতিহাসে বড় এক অগ্রগতি হবে সে আবিষ্কার। মহাবিশ্বে প্রাণের স্পন্দন খোঁজায় দীর্ঘদিনের প্রচেষ্টায় আরেক ধাপ এগিয়ে যাবেন বিজ্ঞানীরা,” বলেন জ্যাক ডি টার্নার।