ঈদের ছুটিতে বলি হলো অর্ধশতাধিক গাছ!

ময়মনসিংহের টাংগাব গ্রামে কেটে ফেলা গাছ। ছবি: সংগৃহীত

সড়কের পাশে থাকা অর্ধশতাধিক সরকারি ও মূল্যবান গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার টাংগাব গ্রামের তিন মাদরাসা শিক্ষকসহ পাঁচজনের বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে, টাংগাব ফাজিল মাদরাসার সামনের সড়কের (ময়মনসিংহ-টোক সড়কের) দুই পাশের সরকারি গাছগুলো কাটার নির্দেশ দিয়েছেন টাংগাব ইউনিয়নে চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর। এরইমধ্যে কিছু গাছ বিক্রি করেছে অভিযুক্তরা আর কিছু লুকিয়ে ফেলারও অভিযোগ স্থানীয়দের।

নাম প্রকাশ না করার শর্তে গ্রামের বাসিন্দারা জানান, ২৬ মে (মঙ্গলবার) থেকে সড়কের দুই পাশে থাকা কাঁঠাল, আকাশি, বেলজিয়াম, তাল ও সুপারিসহ বিভিন্ন জাতের প্রায় ৫০টি গাছ কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিযুক্ত পাঁচ ব্যক্তি টাংগাব ফাজিল মাদ্রার অফিস সহকারি নিজাম উদ্দিন খাঁ (৪০), তার ভাই রশিদ খাঁ (৩৮), ইসলাম উদ্দিন খাঁ (৫১), টাংগাব ফাজিল মাদ্রাসার শিক্ষক মনিরুজ্জামান খাঁ (জামাল) (৪৭) এবং পিয়ন হাবিব খান।

ময়মনসিংহের টাংগাব গ্রামে কেটে ফেলা গাছ। ছবি: সংগৃহীত

স্থানীয়রা জানান, ২৮ মে (বৃহস্পতিবার) স্থানীয় কাঠ ব্যবসায়ী মো. রায়হান ও শামছুল হক বেপারীর কাছে কিছু গাছ বিক্রি করেন রাশিদ খাঁ ও জামাল খাঁ। আর বাকি গাছগুলো চিড়ানোর জন্য ডাক বাংলো বাজারের ইব্রাহিমের করাত কলে রাখা হয়েছে। গত সোমবার ঈদের দিন দুপুরে ওই এলাকায় মটর সাইকেল আরোহী দুই কিশোর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ হারায়। এ অজুহাতে ওই এলাকার সড়কের ৫০টি গাছ কেটে ফেলা হয়।

অভিযুক্ত নিজাম উদ্দিন খাঁ বলেন, টাংগাব ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগরের সাথে পরামর্শ করে গাছগুলো কাটা হয়েছে।

ময়মনসিংহ সওজের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, এক বছর খানেক আগেও চেয়ারম্যানের মোফাজ্জল হোসেন সাগরের নির্দেশে একই এলাকার শতাধিক গাছ কেটে ফেলা হয়।