জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আফ্রিকার দেশ ইথিওপিয়ার জনগণ একদিনে রোপণ করেছে ৩৫ কোটি গাছ। উৎসবমুখর পরিবেশে বৃক্ষ রোপণ কর্মসূচিটি পালন করা হয় সরকারের নেতৃত্বে।
২৯ জুলাই সোমবার এক টুইট বার্তায় মাত্র ১২ ঘন্টায় এই গাছ রোপণের বিষয়টি জানান দেশটির প্রযুক্তি বিষয়ক মন্ত্রী গেটাহুন মেকুরিয়া।
বিবিসি জানিয়েছে, ইথিওপিয়ান সরকার একটি প্রকল্পের আওতায় এ গাছ রোপণ করে। খরা প্রবণ দেশটিতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা ও বন উজাড় হওয়া থেকে দেশকে রক্ষায় ওই প্রকল্পটি নেয়া হয়।
প্রকল্পের সংশ্লিষ্টরা জানান, এটি বিশ্ব রেকর্ড। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ নিজেই প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন। গ্রিন লিগেসি ইনিশিয়েটিভ-এর অংশ হিসেবে এই বৃক্ষ-রোপণের উদ্যোগ নেয়া হয়।
জাতিসংঘের হিসেব মতে, বিংশ শতকের শুরুতে প্রায় ৩৫ শতাংশ বনভূমি ছিল ইথিওপিয়ায়। কিন্তু ২০০০ সালের শুরুর দিকে কমে হয় প্রায় ৪ শতাংশ।
দেশটির বিভিন্ন এলাকার প্রায় এক হাজার স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমটি চলছে। এছাড়া দেশিয় জাতের মোট চার বিলিয়ন গাছ রোপণের পরিকল্পনাও করছে ইথিওপিয়া।
জলবায়ু পরিবর্তন থেকে পৃথিবীকে সংরক্ষণে বিশ্বের বিভিন্ন দেশ সবুজায়নের ওপর গুরুত্ব দিচ্ছে। ২০১৬ সালে ভারতে আট লাখ স্বেচ্ছাসেবক একদিনে পাঁচ কোটি গাছ রোপণ করেছিল। যা এর আগের বিশ্ব রেকর্ড।
Huge number of people heading to plant trees in what is the most ambitious, large scale and ecologically transformational campaigns in recent memory. #GreenLegacy #Ethiopia pic.twitter.com/n8A1vUEMJJ
— Awol Allo (@awolallo) July 29, 2019